সারাদেশ
বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন

রাজধানীর বনানী কবরস্থান রোড এলাকায় একটি অ্যাম্বুলেন্সের অধিকাংশ আগুনে পুড়ে গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে রোগীবিহীন ওই অ্যাম্বুলেন্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ধারণা করা হচ্ছে ইঞ্জিনে ‘ওভারহিটের’ কারণে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতর জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকলেও শুধু চালক ছিল। তিনিও অক্ষত রয়েছেন।