দিবসপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু হয়েছে।

২৬ মার্চ (রবিবার ) ভোরে সূর্যদোয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

ভোর ৬ টা ১ মিনিটে মুক্তির ফুলবাড়িতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুরুতেই পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এরপর পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপরে জেলার সরকারি,বেসরকারি নানা দপ্তর ও সাধারণ মানুষেরা ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের শ্রদ্ধা জানান।

বগুড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দিনব্যাপী বর্ণাঢ্য সব আয়োজন হাতে নেওয়া হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button