বগুড়ায় সম্বন্ধীর বাড়ির ছাদ থেকে পড়ে বোন জামাইয়ের মৃত্যু

বগুড়ায় সম্বন্ধীর নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে বোন জামাই ইসলাম উদ্দিন (৫০) মৃত্যু হয়েছে।
২৬ শে মার্চ (রবিবার) দুপুর সোয়া ১২ টায় শহরের শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
পরিবারের সদস্যরা ইসলামকে উদ্ধার করে দুপুর ১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলাম উদ্দিন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পারপুগী গ্রামের মৃত সোবহান আলীর ছেলে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন৷
পুলিশের এ কর্মকর্তা জানান, ইসলাম উদ্দিন সকালে তার সম্বন্ধী আবুল কাশেমের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার কাজ তদারকি করতে গিয়েছিলেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকদের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করেন।
একপর্যায়ে শরীর খারাপ লাগার কথা বলে নিচে নামার সময় ইসলাম উদ্দিন হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইন্সপেক্টর জালাল উদ্দিন আরও জানান, এই ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এ আর)