বগুড়ায় তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ভ্যানচালকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফ আলী (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
২৭শে মার্চ (সোমবার) সকাল ১০টায় উপজেলার খরনা ইউনিয়নে ফেসকচাপড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আশরাফ আলী আড়িয়া ইউনিয়নে মানিকদিপা ফকিরপাড়া গ্রামে ইলিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আশারাফ তার দুই বন্ধু আফজাল ওন শাহিনের সাথে পাশের ফেসকচাপড় গ্রামে যান। সেখানে আশরাফ তেঁতুল পাড়ার জন্য গাছে উঠেন।
এ সময় তেঁতুল গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের ৩৩ কিলোভোল্টের সঞ্চালন লাইনে সংস্পর্শে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পাকা রাস্তায় পড়ে যান তিনি।
স্থানীয়রা আশরাফকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এ আর)