বগুড়া জেলা

ডিজি পদক পেলেন র‍্যাব-১২ বগুড়া’র নজরুল ইসলাম

বিভিন্ন চাঞ্চল্যকর আভিযানিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।

২০ মার্চ (সোমবার) রাজধানীর উত্তরার কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে র‌্যাবের জনবান্ধব কর্মকর্তা নজরুল ইসলামকে এই পদক পরিয়ে দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

এ সময় র‌্যাব সদর দপ্তরের এডিজি (অপারেশন) কর্ণেল কামরুল হাসান, এডিজি (এডমিন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ সহ র‌্যাব সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর সারাদেশে র‌্যাবের এই সর্বোচ্চ পদক পেয়েছেন বাহিনীর ৮৫ জন সদস্য। যার মাঝে ৩৫ জন পেয়েছেন ডিজি (সাহসিকতা) পদক এবং ৫০ জন পেয়েছেন ডিজি (সেবা) পদক। যেখানে বগুড়া ক্যাম্পের এএসপি নজরুল ইসলাম অর্জন করেছেন ডিজি (সাহসিকতা) পদক।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি সিপিসি-৩ র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে স্কোয়াড কমান্ডার হিসেবে যোগদানের পর থেকেই নজরুল ইসলাম বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন সহ মাদক ও সন্ত্রাসবিরোধী নানান ধরনের সাহসী অভিযান পরিচালনা করে আসছেন।

নজরুল ইসলামের নেতৃত্বে র‌্যাব বগুড়া ক্যাম্প কর্তৃক সম্প্রতি পরিচালিত অভিযান বিগত যেকোন বছরের তুলনায় অত্যন্ত দৃশ্যমান ও ইতিবাচক। শুধু তাই নয় ইতিবাচক অর্জনের পরিসংখ্যানও বেড়েছে।

এদিকে র‌্যাব ডিজি (সাহসিকতা) পদক পাওয়া প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম নিজেকে গর্বিত দাবী করে বলেন, এই অর্জন র‌্যাব-১২ এর সকল গর্বিত সদস্যদের এবং বগুড়াবাসীর, যারা র‌্যাবের সকল কার্যক্রমে ইতিবাচকভাবে পাশে থেকেছেন এবং র‌্যাবের প্রতি সদা আস্থা রেখেছেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button