বগুড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ২ মোটরসাইকেলসহ আটক-৫

বগুড়ায় র্যাবের অভিযানে ৩৩৭ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
২৯ মার্চ মধ্যরাতে বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুর হতে সিরাজগঞ্জ গামী ২ টি মোটরসাইকেল যোগে ৫ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে।
এমন সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সারিয়াকান্দি থানাধীন ধলিরকান্দি গ্রামস্থ ধলিরকান্দি মধ্যপাড়া মোঃ তাহেরুল, পিতা- মৃত ভোলা প্রাং এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ দিলবর হোসেন (৩৫), পিতা- মৃত মোকলেছার হোসেন, সাং- বিজুল মাগুড়া পাড়া, থানা- বিরামপুর, জেলা-দিনাজপুর, ২। মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা- মৃত আঃ জব্বার, সাং- রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা- ফুলবাড়ী, জেলা-দিনাজপুর, ৩। মোঃ জাকিরুল ইসলাম (২৮), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং- ভাইগর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, ৪। মোঃ ছাবেদুল ইসলাম (২৯), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং-রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ী, জেলা- দিনাজপুর, ৫। মোঃ শিহাব উদ্দিন (৩৩), পিতা- মৃত সাইফুল ইসলাম, সাং-বরইপাড়া গোসাইবাড়ী, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া’কে মোট ৩৩৭ বোতল ফেন্সিডিল, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল, ৯টি সীম, নগদ ৫,০০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামীদের পিসিপিআর যাচাই করে জানা যায় যে তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে, ১নং আসামীর বিরুদ্ধে ০২টি চুরি ও ০২টি মাদক মামলা রয়েছে, ২নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে, ৩নং আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা রয়েছ, ৪নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে এবং ৫নং আসামীর বিরুদ্ধে ০২টি ডাকাতি, ০২টি চুরি মামলা রয়েছে।
কোম্পানী কমান্ডার সিপিসি-৩, র্যাব-১২, বগুড়া এর পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
(এ আর)