প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় বাসি খাবার সংরক্ষণে এক রেস্টুরেন্টকে জরিমানা
বগুড়ায় ইয়াম ইয়াম ট্রি রেস্টুরেন্ট নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবারে নিষিদ্ধ রং, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় এ জরিমানা করা হয়।
৩১ মার্চ (শুক্রবার) দুপুর ১ টায় শহরের জলেশ্বরীতলা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের জলেশ্বরীতলা এলাকায় ইয়াম ইয়াম ট্রি রেস্টুরেন্টে খাবারে নিষিদ্ধ রং, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়ম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।
(এ আর)