
নিজেদের সিদ্ধান্তে অটল থেকে সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়েই সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে নেই জাকির হাসান। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে।
বাংলাদেশের টেস্ট দলের একাদশ
সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।