প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় নকল ও মেয়াদউর্ত্তীণ ১০০ কেজি লাচ্ছা সেমাই জব্দ

বগুড়া সদের ১০০ কেজি নকল ও মেয়াদউর্ত্তীণ লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস করা হয়েছে।

২রা এপ্রিল (রোববার) দুপুর ১টায় উপজেলার পল্লীমঙ্গল বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এ কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে অভিযান চালানো হয়। এই সময় মেহেদী জেনারেল স্টোর নামের এক দোকানে নকল ও মেয়াদউর্ত্তীণ ১০০ কেজি লাচ্ছা সেমাই পাওয়া যায়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা লাচ্ছা সেমাই জনসম্মুখে ধ্বংস করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এছাড়াও একই বাজারের নিউ মেহেদী স্টোর নামের এক দোকানে মেয়াদউর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button