প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়েছে প্রতিপক্ষরা

জামিনে বের হওয়ার দশ দিন পরে বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলার আসামি মো. হারুন (৫০) কে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

১লা এপ্রিল শনিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার ফুলতলা চককান পাড়ায় এ ঘটনা ঘটে।

হারুন ওই এলাকার মৃত আফতাব হোসেনের ছেলে ও জহুরুল হত্যা মামলার দুই নম্বর আসামি। বর্তমানে তিনি শজিমেক চিকিৎসাধীন আছেন।

আহত হারুনের স্ত্রী রোকেয়া বেগম জানান, হারুন পেশায় একজন গাড়ি চালক। প্রায় ছয় মাস আগে তার এলাকার বাসীন্দা জহুরুল তুচ্ছ ঘটনায় হারুনের ছুরিকাঘাতে খুন হন। ওই মামলায় হারুন ও তার ছেলে রাব্বিকে আসামি করা হয়। এরপর তারা বাবা-ছেলে গ্রেপ্তার হয়ে জেলেই ছিলেন।

দশ দিন আগেই হারুন জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। এই ঘটনা জানার পর শনিবার নিহত জহুরুলের ভাতিজা বাপ্পি ও তার মামা মানিকসহ স্থানীয় সুমন নামের এক ব্যক্তিকে নিয়ে হারুনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন জানান, হারুনের কান ও বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন আছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button