সারিয়াকান্দিতে ১১ জন পুলিশ সদস্যদের সম্মাননা

বগুড়ার সারিয়াকান্দিতে ১১ জন পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সারিয়াকান্দি থানা এলাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে ১১ জন প্রার্থী নির্বাচিত হয়। পুলিশ সুপার, বগুড়ার নির্দেশে উক্ত প্রার্থীদের ভেরিফিকেশন প্রতিবেদন দাখিলের জন্য সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ’কে দায়িত্ব দেয়া হয়। তৎপ্রেক্ষিতে অফিসার ইনচার্জ, সারিয়াকান্দি থানা, বগুড়া ভেরিফিকেশন প্রতিবেদন এস আই তপন ঘোষের উপর অর্পণ করলে আজ ২ এপ্রিল (রবিবার) প্রার্থীদের বাড়িতে গিয়ে আবেদনকারীর প্রদত্ত তথ্যাদি সঠিক আছে কিনা যাচাই করেন এবং তাদেরকে মিষ্টি, ফুল ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা) পিপিএম কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(এ আর)