প্রধান খবরসারিয়াকান্দি উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক সাইনুর ইসলাম (২৫) নিহত হয়েছেন।
৩রা এপ্রিল (সোমবার) দুপুর ২টায় উপজেলার জোড়গাছা গ্রামে বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইনুর ইসলাম ওই গ্রামের শাজাহান প্রামানিকের ছেলে।
পুলিশ জানান, সারিয়াকান্দির কুতুবপুর থেকে দুপুর ২টায় দিকে ব্লক ইট বোঝাই ট্রাক জোড়গাছা গ্রামে আসলে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক সাইনুর মারা যান।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেস কুমার চক্রবর্ত্তী। তিনি বলেন, ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাক রাজ মেট্রো-ম ১১-০০০৪ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এ আর)