বগুড়ার সোনাতলায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন

বগুড়ার সোনাতলা উপজেলায় ১০ ফিট প্রশস্ত, ৫০০ মিটার দৈর্ঘ্য আবাসন সড়কের পাকা করন কাজের শুভ উদ্বোধন করেন ৩৬ বগুড়া ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শাহাদারা মান্নান এমপি।
৩ এপ্রিল (সোমবার) বেলা ১২ টায় সোনাতলা উপজেলার, মধুপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের দরিহাসরাজ গ্রামের দক্ষিণপাড়া ঈদগা মাঠ এলাকায় এই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধায়নে, আই আর আই ডিপি-৩ প্রকল্পের আওতায় নির্মিত উক্ত আবাসন সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ ২০ হাজার ৪৭৫ টাকা।
৩৮ লক্ষ টাকা চুক্তি মুল্যে উক্ত কাজটি সম্পাদনের দায়িত্ব পেয়েছে এম এস সবীন ট্রেডার্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, আব্দুল্লাহ আল মাসুদ প্রধান শিক্ষক হরিখাকালী উচ্চ বিদ্যালয়, মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শ্রী অসিম কুমার জৈন (নতুন),
মাহবুবুর রহমান ইউপি সদস্য তিন নাম্বার ওয়ার্ড, মধুপুর ইউনিয়ন, আব্দুল ওয়াহাব সভাপতি তিন নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ মধুপুর ইউনিয়ন, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জবেদ আলি ব্যাপারি, মোঃ মাহবুবুল হক উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সোনাতলা।
নুরুল আলম,সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সোনাতলা।
মোঃ মনিরুজ্জামান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সোনাতলা, সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক লিটন মন্ডল, জহুরুল ইসলাম প্রাক্তন সহকারী কৃষি অফিসার, নুরুল ইসলাম প্রমুখ।
(এ আর)