খেলাধুলাফুটবল

মেসি-এমবাপ্পেকে নিয়েও হতাশ পিএসজি, ঘরের মাঠে হার

চ্যাম্পিয়নস লিগ বিদায় নিয়েছে পিএসজি। ফ্রেঞ্চ কাপেও সেই কোয়ার্টার ফাইনালে থেমে গেছে প্যারিসিয়ানদের পথচলা। তাই পিএসজি এখন শুধুই লিগ ওয়ানে শিরোপার পথে টিকে রয়েছে। তবে মেসি-এমবাপ্পের মতো তারকায় ঠাসা দল নিয়েও শিরোপার পথে হোঁচট খেয়েই যাচ্ছে ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠে লিঁওর কাছে হতাশার হার ক্রিস্তোফার গালতিয়ের শিষ্যদের।

রোববার (২ মার্চ) রাতে লিগ ওয়ানে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। তবে মৌসুমের শুরু থেকে মাঝপথ পর্যন্ত দুর্দান্ত খেলা পিএসজি হেরে গেছে ১-০ গোলের ব্যবধানে। লিঁওর হয়ে জয়সূচক গোলটি করেন ব্র্যাডলি বারকোলা।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে রেনের কাছে ০-২ গোলে হেরেছিল পিএসজি। বিরতি থেকে ফিরে ঘরের মাঠে হারের ধারাবাহিকতাই ধরে রাখল নেইমার বিহীন মেসি-এমবাপ্পেরা। অন্যদিকে লিওঁর কোচ হিসেবে প্রথমবার পার্ক দ্য প্রিন্সেসে এসেই পুরোনো দলের বিপক্ষে জয় উপহার পেলেন লরাঁ ব্লাঁ।

নিজেদের মাঠে এদিন শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিতে থাকে পিএসজি। চতুর্থ মিনিটেই এমবাপ্পের উঁচু করে বাড়ানো বল ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মারেন ভিতিনিয়া। এরপর আরো কিছু সুযোগ তৈরী করে এমবাপ্পে-মেসি জুটি, তবে শেষ সময়ে তাল ধরে রাখতে পারেনি।

ম্যাচের সবচেয়ে বড় সুযোগটাই হয়তো মিস করে লিঁও। ৩৬তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন লিওঁর ফরোয়ার্ড বার্কোলা। কিন্তু শট নেয়ার আগমুহূর্তে পিছলে পড়ে যান তিনি। পাশেই থাকা লাকাজেত শট নিতে ছুটে গেলে তাকে ফাউল করে বসেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, পেনাল্টি পায় লিওঁ।

তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লাকাজেত। তার শট পোস্টে লেগে চলে যায় নিকলাস তালিয়াফিকোর পায়ে। ফিরতি বলে শট নিলেও তা উপরে মেরে গোলের সুযোগ নষ্ট করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই লেফট ব্যাক। ফলে ০-০ স্কোরবোর্ডেই বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় লিঁও। গোলটি আসে দারুণ এক আক্রমণ থেকে। থিয়াগো মেন্দেস ডান পাশ থেকে এগিয়ে যাওয়া সায়েল কুমবেদিকে ক্রস দিয়েছিলেন। কুমবেদি বলটাকে আবার ঠেলে দেন বাঁ পাশে। বদলি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা দোন্নারুম্মাকে উল্টো পাশে ছিটকে ফেলে জালে জড়ান বল।

৬৭ মিনিটে আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন বারকোলা। তবে ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে এবার গোল পেতে দেননি দোন্নারুম্মা।

ম্যাচের শেষ দিকে অবশ্য পিএসজি সমতায় ফিরতে পারতো। কিন্তু তাদের নিশ্চিত গোলবঞ্চিত করেন লিঁও গোলরক্ষক। এমবাপ্পের শট ঠেকিয়ে দেন তিনি। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচের মধ্যে সপ্তম হারের স্বাদ পেতে হলো পিএসজিকে। মৌসুমে পঞ্চম ও টানা দ্বিতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে।

এই হারের পরও অবশ্য ফ্রেঞ্চ লিগে শীর্ষেই আছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট প্যারিসের দলটির। তবে ব্যবধান কমে এসেছে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের সাথে। সমান ম্যাচে লাঁসের পয়েন্ট ৬০।

এই বিভাগের অন্য খবর

Back to top button