জাতীয়

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বন্ধ থাকার পর ফের চালু ৯৯৯ সেবা

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ আবার চালু হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সেবা পুনরায় সচল হয়। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ হয়ে যায় ৯৯৯ সেবা।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সদর দপ্তর জানায়, সকালে বঙ্গবাজারে আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জাতীয় জরুরি সেবা বন্ধ হয়ে যায়।

এর আগে বেলা সোয়া ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ সময় জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button