সারাদেশ

বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিস ভবনে ইটপাটকেল নিক্ষেপ

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের ভবনে এই হামলার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, কিছু উচ্ছৃঙ্খল মানুষ এসে হামলা করেছে। তারা ইটপাটকেল ছুড়েছে এবং ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেছে। 

সেখানে মূল ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজিত জনতা প্রধান কার্যালয়ের সামনে থেকে সরে গেছে।

সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে পাশের ভবন এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়ে। এছাড়া বঙ্গবাজারের সামনের রাস্তায়ও আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে বঙ্গবাজারে টিনশেড মার্কেটটি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। তাদের সাথে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button