শাজাহানপুর উপজেলা

বগুড়ায় চলাচলের রাস্তা বন্ধ, উভয়পক্ষের থানায় অভিযোগ

বগুড়া শাহজাহানপুরে মসজিদের জমিতে রাস্তা বন্ধ করার ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছেন। এতে মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

২রা এপ্রিল (রবিবার) বিকাল আনুমানিক ২টায় ঘটনাস্থলে পুলিশ গেলে সেখানে উত্তেজনা বিরাজ করে।

অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার মাদলা ইউনিয়নের রামকৃষ্ণপুর তালতা মসজিদের জমি ২০ ফেব্রুয়ারি’২২ তারিখে ৫ বছরের মেয়াদে লিজ নিয়ে খুঁটি কারখানা স্থাপন করেন একই ইউনিয়নের মালিপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মাদলা ইউপি’র ৪ নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। মাস খানিক পূর্বে কারখানার পাশে বসবাসরত আব্দুর রাজ্জাকের পুত্র মমিন,মৃত কোছিম উদ্দিনের পুত্র নাসির উদ্দিন নিমজল, তার পুত্র হারুন ও বাবু, আব্দুল গফুরের পুত্র রাব্বানী কারখানার ভিতরের দু-পাশের জমির মাঝখানে চলাচলের রাস্তা নির্মাণের দাবি করে আসছিল। অপরদিকে রাস্তার দাবিদার রাস্তা বন্ধ করার বিষয়ে অভিযোগ করেছেন।

বিষয়টি কারখানার মালিক মিজানুর রহমান মসজিদ কমিটিকে জানানোর পর মসজিদ কমিটির লোকজন এতে রাজি হয়নি।

এ বিষয়ে উভয়পক্ষ (রাস্তার দাবিদার ও কারখানার মালিক) শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল কাদের জিলানী বলেন, উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button