বগুড়ায় ১৯ লাখ টাকার হেরোইনসহ এক যুবক আটক

যাত্রী সেজে বাসে করে হেরোইন নিয়ে রংপুরে যাওয়ার পথে বগুড়ার সদরে এক যুবককে আটক করেছে র্যাব।
৫ই এপ্রিল (বুধবার) সন্ধ্যায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবক হলেন রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ী এলাকার মো. রাসেল ইসলাম (২৫)।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে বাসে যাত্রীসেজে একজন হেরোইন নিয়ে রংপুর যাচ্ছে। এমন একটি সংবাদের ভিত্তিতে গোকুলে চেকপোস্ট বসায় র্যাবের আভিযানিক দল।
অভিযানে ওই তথ্য অনুযায়ী নির্দিষ্ট বাসে থেকে রাসেল নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছে ১৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেন র্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রংপুরে হেরোইন পাচারের বিষয় স্বীকার করেন আটক যুবক।
র্যাব কমান্ডার মীর মনির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র্যাব।
(এ আর)