খেলাধুলাফুটবল

ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে হারলো রিয়াল

লিগ শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে জোড়া গোল করে জেতান সামুয়েল চুকওয়েজি। এই নাইজেরিয়ান উইঙ্গার হোসে লুইস মোরালেসের গোলেও অবদান রাখেন। অন্যদিকে পাউ তরেসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। আর দ্বিতীয়ার্ধের শুরুতে ফের তাদের এগিয়ে নিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র।

গ্যালাকটিকোদের এই পরাজয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সামনে সুযোগ এলো ব্যবধান বাড়িয়ে ১৫ পয়েন্ট করে নেওয়ার। জাভির শিষ্যদের নিজেদের পরের ম্যাচে জিরোনার বিপক্ষে খেলবে।

লিগে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সা ৭১ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

এই বিভাগের অন্য খবর

Back to top button