বগুড়ায় সেমাই কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা
বগুড়ায় সেমাই কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা করেছেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী।
৯ এপ্রিল (রবিবার) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন কাহালু এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজ ০৯/০৪/২০২৩ তারিখ দুপুর ১২.০০টায় সেমাই কারখানা সমূহে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকরভাবে সেমাই প্রস্তুত, একই তৈল বারবার ব্যাবহার, খাবার সংরক্ষণে খবরের কাগজের ব্যবহার, মেঝেতে নোংরা পরিবেশে সেমাই প্রকৃয়াকরণের অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাহালু মেরিনা আফরোজ কর্তৃক শেখাহার এ নাঈম-রিমন লাচ্চা সেমাই করখানাকে ৩০,০০০/- এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী কর্তৃক কাজীরপাড়ায় ভাই ভাই লাচ্চা সেমাইকে ৫০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।
(এ আর)