বগুড়ায় স্কুল ব্যাগে চার কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে স্কুল ব্যাগে করে চার কেজি গাঁজা বিক্রির সময় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ই (রবিবার) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
এরআগে শনিবার রাত ৯টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নে দক্ষিণ জামুর গ্রাম তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার দু’জন হলেন উপজেলার বেলঘরিয়া গ্রামের জসিম উদ্দিন (৫০) ও দক্ষিণ জামুর গ্রামের ফেরদৌস আলম (৪৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার দু’জন উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল। শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুসুম্বি ইউনিয়নে দক্ষিণ জামুর গ্রাম থেকে জসিম ও ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
(এ আর)