ক্রিকেটখেলাধুলা

কলকাতায় যেকোনো পজিশনে খেলতে রাজি লিটন দাস

অবশেষে আইপিএল খেলতে দেশ ছেড়েছেন লিটন দাস। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন টাইগারদের এই তারকা ওপেনার।

বিমান বন্দরে সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানান, কলকাতা ম্যানেজমেন্ট তাকে ব্যাটিং অর্ডারে যেখানে খেলাবে সেখানেই খেলবেন।

এ প্রসঙ্গে লিটন আরো বলেন, ‘তারা (কলকাতার টিম ম্যানেজমেন্ট) যদি খেলাতে পারে আমি খেলবো।’ অবশ্য প্রথমবার আইপিএল খেলতে যাওয়ায় বেশ রোমাঞ্চিত লিটন, ‘এটা একটা সুযোগ আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’

কলকাতা দলে ছিলেন সাকিব আল হাসান। অবশ্য শেষ মুহূর্তে নিজের নাম করে নেন প্রত্যাহার। তবে লিটন বলছেন তিনি থাকলে ভালো হতো, ‘দেখুন, এটা ভিন্ন গল্প এখন। অবশ্যই যদি যেতে পারতাম খুব ভালো লাগতো। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগতো। কোনো কারণে হয়ত তিনি যাচ্ছেন না।’ সমর্থকদের উদ্দেশ্যে লিটন বলেন, ‘সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখানে যেমন সমর্থন করে মনে হয় ওখানেও সমর্থন করবে। সমর্থন করলে ভালো কিছুই হয়।’

এই বিভাগের অন্য খবর

Back to top button