বগুড়া সদর উপজেলা

বগুড়ায় পায়ে পায়ে জুতার শো-রুমে কর্মচারীদের সাথে হিজড়াদের মারপিট

বগুড়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে হিজড়াদের সাথে পায়ে পায়ে নামের এক জুতার শো-রুমের কর্মচারীদের মধ্যে মারপিটের অভিযোগ উঠেছে।

১০ই এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৯ টায় শহরের সাতমাথায় এ ঘটনা ঘটে।

এ সময় খবর পেয়ে প্রায় ২০ থেকে ২৫ জন হিজড়া ওই জুতার শো-রুম ঘেরাও করে বিচারের দাবি করেছেন।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় শো-রুম কর্তৃপক্ষের বা হিজড়াদের কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছেন।

পরে পুলিশের উপস্থিতিতে শো-রুমের কর্তৃপক্ষ ও হিজড়াদের জেলা সর্দারনীর বৈঠক করে ৫ হাজার টাকায় মীমাংসা করেন।

পায়ে পায়ে শো-রুমের পরিচালক সিরাত ইসলাম জানান, হিজড়ারা এখানে চাঁদা চাইতে এসেছিল। এই নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি। বিষয়টি মীমাংসা করা হয়েছে।

বগুড়া হিজড়া সংঘের সভাপতি নূপুর আকতার কনা বলেন, পায়ে পায়ে শো রুমের কর্মচারীরা কয়েকজন হিজড়াকে মেরে রক্তাক্ত করেছে। পরে তার ভুল স্বীকার করায় ৫ হাজার টাকা ক্ষতিপূরণ নিয়ে মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) শহিদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। দুই পক্ষ নিজেরা বসে মীমাংসা করেছেন। কোন পক্ষই অভিযোগ জানায়নি।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button