দুপচাঁচিয়া উপজেলা

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে সড়কের ধারে কাঠের গুল ও নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চার জনের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১২ই এপ্রিল (মঙ্গলবার) দুপুরে সহকারি কমিশনার(ভূমি) রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

জানা গেছে, দীর্ঘদিন যাবত বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক শ্রেণির কতারকল ব্যবসায়ী সড়কের ধারে বড় বড় কাঠের গুল রাখায় যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত করাতকল আইনে উপজেলা কাঠ ব্যবসায়ী মফিজুল ইসলামের ২ হাজার টাকা ও মিনহাজ উদ্দীনের ৪ হাজার টাকা এবং মেইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভবন নির্মাণের নির্মাণ সামগ্রী রাস্তার উপর রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফেরদৌস আলীর ২ হাজার টাকা ও লিটনের ২ হাজার টাকা জরিমানা করেছেন।

এ বিষয়ে এসিল্যান্ড রুপম দাস জানান, বগুড়া নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া উপজেলা যানযট মুক্ত করতে সড়কের দু’ধারে অবৈধ দোকানপাট ও করাতকলের কাঠের গুল ও নির্মাণ সামগ্রী অপরসারণে অভিযান চলছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button