বগুড়া জেলা

বগুড়ায় রেলওয়ের জায়গার দখল বুঝিয়ে দিলেন কর্তৃপক্ষ

বগুড়ায় রেলওয়ের জায়গার দখল বুঝিয়ে দিলেন কর্তৃপক্ষ। ১২ই এপ্রিল (বুধবার) দুপুর ১টায় সাবগ্রাম রেলওয়ে গেটের পশ্চিম পাশে জে এল নং ১০৭, দাগ ১১৬ শতক মৌজা সাবগ্রাম জমিতে দির্ঘদিন ধরে স্থানীয় জিল্লুর ও আবিনোন্নেছা-মোনামী এর বিরোধ চলছিল। এক পর্যায়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন আবিনোন্নেছা ও মোনামী নামের দু জন।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে জমির খাজনা নিয়ে আবেদন চুরান্ত করেন।

কিন্তু বিরোধপূর্ণ সম্পত্তি জিল্লুর নামের এক ব্যক্তির দখলে থাকায় তার বৈধ ৮শতক জমি বুঝিয়ে দিয়ে বাকি জমি রেলওয়ে কর্তৃপক্ষ দখল উচ্ছেদ করে আবেদনকারীকে জমির দখল বুঝিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া রেলওয়ে স্টেশনের কানুনগো গোলাম নবী টুটুল, আর এন বি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মুকুল হোসেন, কন: ইসমাইল, মোহসীন আলী, লাবলু, সহ স্থানীয়রা।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button