গাবতলী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় রেল দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু

বগুড়ায় রেল দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম সুমনা আক্তার (১৮)।
তিনি সোনারায় ইউনিয়ন এর গজারিয়া গ্রামের রুবেলের সহধর্মিণী ও তেলিহাটা পচানি পাড়া গ্রামের শহিদুল ইসলাম এর মেয়ে।
স্থানীয়রা জানান, ১৩ই এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১ টায় মায়ের সাথে সে সুখানপুকুর বাজারে ঈদ মার্কেট করতে যান।
এ সময় রেল লাইন পার হতেই করতোয়া গাড়ি আসায় গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুমনার মৃত্যু হয়।
এ বিষয়ে গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক তৃদীপ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ জি আর পি পুলিশের হেফাজতে আছে। প্রকৃয়া শেষে হস্তান্তর করা হবে।
(এ আর)