আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বাসচাপায় এক অটোভ্যান চালক নিহত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় বাসচাপায় ওমর আলী (৫৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছে। এ সময় ভ্যানের এক যাত্রী ও তার শিশুপুত্র আহত হয়েছেন।

১৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে জয় ফিলিং স্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর আলী উপজেলার নসরতপুর ইউপির ডুমুরীগ্রাম উত্তরপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে। 

জানা গেছে, ওমর আলী যাত্রী নিয়ে মুরইল বাজারে যাওয়ার সময় মহাসড়কের জয় ফিলিং স্টেশনে এলাকায় পৌঁছালে অটোভ্যানের এক্সেল হঠাৎ করে ভেঙে যায়। এতে যাত্রীসহ ভ্যানটি সড়কে ছিটকে পড়ে। এ সময় নওগাঁগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওমর আলী নিহত হয় এবং অটোভ্যানের যাত্রী ফারুক হোসেন ও ৩ বছরের শিশুপুত্র মিনহাজ আহত হন। আহতদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button