বগুড়া জেলা

বগুড়ায় সড়কের নিরাপত্তা নিয়ে প্রেস বিফ্রিং করেছেন ডিআইজি

পবিত্র ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রেস বিফ্রিং করেছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) আব্দুল বাতেন বিপিএম পিপিএম।

১৫ই এপ্রিল (শনিবার) বিকাল ৩টায় বগুড়া শেরপুর থানাধীন ধুনট মোড়ে রাজশাহী রেঞ্জ ডিআইজির প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (সেবা) পিপিএম।

আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ।

এ সময় ডিআইজি বলেন, যেহেতু উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আর উত্তরবঙ্গের অধিকাংশ লোকজন ঢাকায় বিভিন্ন কাজ করে। তাঁরা নিরাপদে বাড়ি ফিরবে সে লক্ষ্যে কাজ করবে পুলিশ। ঈদের সময় হাইওয়ে সড়কে ভটভটি, নসিমন, ইত্যাদি যান চলাচল বন্ধ থাকবে।

মানুষের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button