প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার চার শিক্ষার্থী কাতার ওয়ার্ল্ড স্কলার্স কাপের ফাইনালে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ওয়ার্ল্ড স্কলার্স কাপের রিজিওনাল পর্বে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ী ক্ষুদে শিক্ষার্থীদের পদক হস্তান্তর করলো ইন্টারন্যাশনাল হোপ স্কুল অব বাংলাদেশ বগুড়া শাখা।

১৫ই এপ্রিল (শনিবার) বিকেলে বগুড়ার একটি চার তারকা হোটেলে শুনাম বয়ে আনা ৪ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।


শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে পর্যায়ক্রমে পদক ও সার্টিফিকেট হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল অব বাংলাদেশ বগুড়া শাখার চেয়ারম্যান রবিউল আলম রাজু।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আক্তার রিপা, উপদেষ্টা আহসানুল ইসলাম ও নোমান খান।

পদক জয়ী শিক্ষার্থীরা হলেন, আইএইচএসবি’র অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আহসানুল ইসলাম রাহুল, শিষ মোহাম্মাদ ও মানায়া কারিম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাসিন চৌধুরী।

ঢাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কলার্স কাপের রিজিওনাল রাউন্ডে ৪র্থ অবস্থান নিশ্চিত করায় কাতারে ফাইনাল রাউন্ডের টিকেট পেয়েছে তারা। জুন মাসে কাতারের দোহায় তারা লড়বে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে। পদক হস্তান্তর ছাড়াও এদিন শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বার্ষিক ইফতার ও শিক্ষাবর্ষ সমাপনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button