বিনোদন

রুচি পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম

কিছুদিন আগে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে ঘিরে ‘রুচির দুর্ভিক্ষ’ মন্তব্য নিয়ে সামজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়। যা প্রায় এখনও চলমান।তারই ধারবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিলেন হিরো আলম।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। তাতে বেশ ফরমাল লুকে দেখা যায় তাকে। সঙ্গে রয়েছেন তার নতুন দুই সহ-অভিনেত্রী।

ছবিগুলো ক্যাপশনে লেখেন, ‘মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি, সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জাহেদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।’

হিরো আলমের উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে কথা বলেন নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ।

তিনি বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। মামুনুর রশীদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লাইভ ও একাধিক স্ট্যাটাসও দিয়েছেন হিরো আলম।

 এর মধ্যে কয়েকদিন আগে দেয়া এক স্ট্যাটাসে হিরো আলম জানান, ‘রুচির দুর্ভিক্ষ’ কাটাতে বাসায় শিক্ষক রেখে পড়াশোনা করছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button