দুপচাঁচিয়া উপজেলা
বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার এক

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ ই এপ্রিল (রোববার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার বিকেলে তাকে উপজেলার ধাপসুলতানগঞ্জ ঈদগাহ মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব দিঘীরপাড়া গ্রামের মৃত সালামত প্রামানিকের ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর উপজেলার ধাপসুলতানগঞ্জ ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাদা পলিথিনের ভেতরে রাখা ২ কেজি গাঁজাসহ রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে পর আদালতে পাঠানো হয়েছে।
(এ আর)