জাতীয়প্রধান খবর

দেশের মানুষের গড় আয়ু কমেছে

দেশের মানুষের গড় আয়ু কমেছে। বর্তমান গড় আয়ু নেমে এসেছে ৭২ দশমিক ৩ বছরে। এর আগে, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর।

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস সূত্রে জানা যায়, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। এ ছাড়া পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ছয় বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক এক বছর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান। এতে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন।

প্রকল্প পরিচালক আলমগীর হোসেন ‘গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য’ উল্লেখ করে বলেছেন, ‘এটি কোভিডের কারণে কমতে পারে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button