বগুড়া জেলা

বগুড়ায় অনুমোদনহীন জুস কারখানায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

বগুড়ায় অনুমোদনহীন জুস কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান বগুড়ায় অবৈধ শিশুখাদ্য তৈরিকারক জারিন এগ্রো ফুড নামের একটি জুস কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে এবং প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালিত হয়। বগুড়া সদর উপজেলার কৈগাড়ি এলাকার মোঃ সাইফুল ইসলামের জারিন এগ্রো ফুডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জারিন এগ্রো ফুডকে অবৈধ প্রক্রিয়ায় শিশুখাদ্য জুস প্রস্তুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য অফিস এবং RAB-১২ এর একটি চৌকশ দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এসময় এক হাজার কেজি নকল জুস ধ্বংস করা হয়। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অবৈধ জুস কারখানা জারিন এগ্রো ফুড কারখানা সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button