বগুড়ায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ছাত্রলীগ নেতা পাপ্পু

বগুড়ায় অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করলেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আল-আমিন হোসেন পাপ্পু।
১৭ ই এপ্রিল (সোমবার) দুপুর বিকাল ৫টায় এই কার্যক্রম পরিচালনা করেন।
ঈদকে সামনে রেখে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারা দেশে যখন ইফতার মাহফিল আয়োজন করা বন্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে সেই অর্থ এলাকার অসহায় দুস্থ হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এ যেন একটি মানবিক কাজ বলে মনে করেন সুবিধাভোগীরা।
শহরের জলেশ্বরীতলা, সাতমাথা, চেলোপাড়া, নাটাইপাড়া, বউ বাজার এলাকায় রাস্তায় চলমান পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
পরবর্তীতে চলোপাড়া এলাকায় অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আল-আমিন হোসেন পাপ্পু, মধুবন সিনেমা হলের ডেভেলপমেন্ট ডাইরেক্টর শেখ ইউনুস, আবুল কালাম আজাদ বুলেট, মাকসুদুল কবির ডলার, মুহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা জোবায়ের মোস্তাকিন পিয়াস, শাকিব, সোহাগ, অন্তর প্রধান, শায়েদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
(এ আর)