বগুড়ায় রেলওয়ে মার্কেট থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ১৩

বগুড়ায় রেলওয়ে মার্কেটের পোশ্য সোসাইটি কার্যালয় থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় ১৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
১৮ ই এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ১১.৪৫ টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩), পিতা- মোঃ রুহুল আমিন সাং-চারমাথা শৈলানপাড়া (গোদারপাড়া) ২। মোঃ বাবলা ফকির (৩৩), পিতা- মৃত রহিম উদ্দিন সাং-কুলি পট্টি বাদুরতলা ৩। মোঃ সুজন (৩০), পিতা-মোঃ আশরাফ আকন্দ, স্থায়ী-জুমারবাড়ি, থানা-সোনাতলা, এ/পি পালশা গুচ্ছগ্রাম (সেউজগাড়ি রেল কলোনী), ৪। মোঃ জনি (৩৪), পিতা-মৃত টুকু মোল্লা, মালতিনগর দক্ষিণপাড়া ৫। মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭), পিতা- মোঃ বেলাল হোসেন, সেউজগাড়ি সবুজবাগ ৬। শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), পিতা-শ্রী গোপাল রায়, সাং- সেউজগাড়ি সবুজবাগ ৭। মোঃ রনি হাসান (২০), পিতা-মোঃ আঃ হান্নান, সেউজগাড়ি মন্ডলপাড়া ৮। মোঃ সজিব হোসেন (২৫), পিতা- মোঃ দুলাল হোসেন, সাং-সেউজগাড়ি মন্ডলপাড়া ৯। মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪), পিতা-মৃত আনোয়ার হোসেন, মালতিনগর দক্ষিণপাড়া ১০। মোঃ আজিম (২৮), পিতা-মোঃ সাইদুর রহমান, তিনমাথা পশ্চিম পাটিতাপাড়া ১১। মোঃ আকাশ আহম্মেদ বিপন (৩০), পিতা-মৃত আবুল কাশেম, বাদুরতলা পশ্চিমপাড়া ১২। মোঃ ফারুক আহম্মেদ (৩৬), পিতা-মৃত কফিল উদ্দিন, মালতিনগর দক্ষিণপাড়া ১৩। মোঃ আলম শেখ (৩৫), পিতা-মোঃ করিম শেখ, মালগ্রাম উত্তরপাড়া, সর্ব থানা-বগুড়া সদর, জেলা বগুড়া।
এ সময় তাদের হেফাজত থেকে ১। ০৩(তিন)টি স্টীলের অত্যাধুনিক বার্মিজ চাকু। ২। ০১(এক) টি স্টীলের ছোরা। ৩। ০১(এক) টি কোপ দা। ৪। ০১(এক)টি হাতুড়ি। ৫। ০১(এক) টি কালো রংয়ের স্কচটেপ। ৬। ৩০ ফুট লম্বা সাদা রংয়ের লাইলনের রশি। ৫। পাইপ সাদৃশ্য লোহার রড ০২(দুই) টি। ৬। কালো প্লাস্টিকের কভার যুক্ত রড সাদৃশ্য বৈদ্যুতিক তারের খন্ডাংশ ০৪(চার) টি। ৭। ০১(এক) কেজি শুকনো নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে ২৬ মার্চ (রবিবার) বিকাল আনুমানিক ৪ টায় বগুড়া রেলওয়ে মার্কেটের কল্যান ট্রাষ্ট এর দুটি দোকানের মধ্যে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বগুড়া সদর ফাঁড়ির পুলিশ।
বিষয়টি সম্পর্কে উক্ত নির্মাণাধীন মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল কবির জানান, স্থানীয় একজন ছেলেকে পোষ্য সোসাইটি সমিতির ব্যবহৃত অফিস ৪নং গলির ১১৮ নং দোকান খুলে চেয়ার বের করার জন্য বলি।
এ সময় সেখান বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র বের হয়, অস্ত্র দেখে আমরা পুলিশকে খবর দিলে বগুড়া সদর ফাঁড়ির পুলিশ এসে সেখান থেকে প্রাপ্ত বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় ১১৮ নং দোকান (রেলওয়ে পোষ্য সোসাইটি সমিতি)’র কার্যালয়ে ২টা হাসুয়া, ৩টি চা পাতি, ২টি রামদা উদ্ধার করে। এ সময় সন্দেহ হলে ৩ নং গলির ৮৬ নং দোকান খুলে সেখান থেকে ৪টি কাঠের লাঠি, ১টি ডাবল ঘোড়ার বার্মিস চাকু, ১টি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, দির্ঘদিন ধরেই বগুড়া রেলওয়ে কল্যান ট্রাষ্ট এর
৪নং গলির ১১৮ নং দোকানটি বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি সমিতির (রেজিস্ট্রেশন নং-এস-১১৯৫১) সদর কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। ২৬ ডিসেম্বর ২০২২ সালের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির সাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র ৩০ এর (ক) ও (খ) ধারা মতে ১৭ সদস্যদের বগুড়া সদর রেলওয়ে পোষ্য সোসাইটি সমিতির পুনাঙ্গ কমিটি অনির্দিষ্টকালের জন্য অনুমোদন করে।
কিন্তু তার মাত্র ২ মাস ২৪ দিন পরেই আবার অনুমোদন দেওয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি সাক্ষরিত একটি পত্রে পুনাঙ্গ কমিটি স্থগিত ঘোষণা করা হয়। পত্রে উল্লেখ করা হয়, উক্ত সমিতির কর্মকান্ড সম্পর্কে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দৃশ্যমান অভিযোগের ভিত্তিতে ১৯ মার্চ ২০২৩ ইং তারিখে বগুড়া সদর রেলওয়ে পোষ্য সোসাইটি সমিতির সকল কার্যক্রম স্থগিত করা হলো।
ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল কবির জানান, ২৮ মার্চ রাতে আমি বগুড়া সদর থানায় মামলা দায়ের করতে গিয়েছিলাম। কিন্তু সাধারণ ডায়েরী নিয়েছেন। তার প্রক্ষিতে জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে তাদের আটক করেছেন।
প্রকাশ থাকে যে, ধৃত ১নং আসামী মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১০ টি, ধৃত ২নং আসামী মোঃ বাবলা ফকির (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৮ টি, ধৃত ৪নং আসামী মোঃ জনি (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৫নং আসামী মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৬নং আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি, ধৃত ৮নং আসামী মোঃ সজিব হোসেন (২৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, এবং ধৃত ৯নং আসামী মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রহিয়াছে। উল্লেখিত মামলাগুলোর মধ্যে মার্ডার মামলা, এসিড অপরাধ দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরন, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরি, মাদক ও জুয়া আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ সাইহান ওয়ালিউল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।
(এ আর)