
টানা তিন ম্যাচ ডাগআউটে বসে থাকার পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ মিলেছে বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাসের। তবে আইপিএল অভিষেকটা রাঙাতে পারলেন না এই ডানহাতি ব্যাটার।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এদিন ইশান্ত শর্মাকে কাভার ড্রাইভে চার মেরে স্বপ্নের মতো শুরু করেন লিটন দাস। ওই ওভারে আরও দুই বল খেললেও রান পাননি তিনি।
এরপর ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে স্ট্রাইক ফিরে পান লিটন। দিল্লির পেসার মুকেশের করা অফসাইডের অনেক বাইরের শর্ট বল পুল করতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন ললিত যাদবের হাতে!
লিটনের ইনিংস শেষ হয় চার বলে চার রান করে। তবে তিনি ফিরলেও আরেক ওপেনার জেসন রয় ব্যাটিং করছেন এখনও।