সারাদেশ
কক্সবাজারে ভেসে আসা ট্রলারে বহু গলিত মরদেহ
কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে অন্তত ১২ জনের গলিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াই টায় খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ থেকে ১২ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানা যাবে। সূত্র: সংবাদমাধ্যম