প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় আকবরিয়ায় দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগ

বগুড়ায় আকবরিয়া গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট এ দুর্গন্ধযুক্ত মিষ্টি বিক্রির অভিযোগ উঠেছে।

২৩শে এপ্রিল (রবিবার) দুপুর ১ টায় এই অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক। তিনি পৌরসভার ২১ নং ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনার দিন এই যুবক বগুড়া শহরের চারমাথা (নওগাঁ-বগুড়া) মহাসড়কের পাশে অবস্থিত শাখা থেকে ৫০০ টাকার বিনিময়ে ১ কেজি মিষ্টি কেনেন এই যুবক। কিন্তু যখন মিষ্টি শ্বশুর বাড়ি নিয়ে যান তখন দেখেন মিষ্টি পঁচা দুর্গন্ধযুক্ত। পরবর্তীতে ওই যুবক দোকানে আসেন এবং পঁচা মিষ্টির বিষয়ে অভিযোগ করেন।
যুবক জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে বিষয়টি খাদ্য সম্পৃক্ত হওয়ায় ১৬১২ নাম্বারে ফোন করতে বলেন। তবে বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন মহল থেকে তদবির শুরু করেন।

তবে বিষয়টি নিয়ে আকবরিয়া দই-মিষ্টি শাখার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আলমগীর হোসাইন মন্ডল বলেন, বিষয়টি দুঃখজনক, পরবর্তীতে আর এমন হবেনা।

বিষয়টি সম্পর্কে ঐ যুবক বলেন, আমরা যদি ব্র্যান্ড কোন দোকান থেকে খাবার কিনি, সেখানে যদি এইরকম নিম্নমানের দুর্গন্ধযুক্ত খাবার পাই তাহলে এটি আসলে দুঃখজনক।

এ বিষয়ে ভোক্তা অধিদফতর বগুড়া জেলা সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী মুঠোফোনে জানান, আমি ছুটিতে আছি, এ বিষয়ে ম্যানেজারকে জানাবো।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button