
ভারত থেকে জরুরি পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে ছিলেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলকাতা জানিয়েছে, আজ বাংলাদেশে ফিরে এসেছেন লিটন।
দেশের হয়ে ম্যাচ ছিল বলে আইপিএলের শুরু থেকে যেতে পারেননি লিটন। ৯ এপ্রিল কলকাতা গিয়েছিলেন তিনি। ১৯ দিনেই শেষ হলো লিটন দাসের আইপিএল।