প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়া রেলওয়ে ষ্টেশন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া রেলওয়ে ষ্টেশন থেকে একজন অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৮ শে এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ২.৩০ মিনিটে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বগুড়া রেল স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, আজ বেলা আড়াইটার দিকে রেল স্টেশনের টিকিট কাউন্টারের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় তার লাশ পড়েছিল। এ ব্যাপারে সদর থানায় খবর দেওয়া হয়েছে।
ষ্টেডিয়াম ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মন্ডল জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় মেলেনি। তিনি ভবঘুরে, স্টেশনে তিনি থাকতেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন। তার মরদেহ সৎকারের জন্য নামাজগড় গোরস্থান কমিটির লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে।
(এ আর)