শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৬ কারাবন্দি

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ৬ জন কারাবন্দি। তারা এই শিক্ষাবোর্ডের অধীনে বিভিন্ন কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন।

রাজশাহী শিক্ষাবোর্ড থেকে ৪৭ জন প্রতিবন্ধী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।  

জানা গেছে, রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় একযোগে শিক্ষাবোর্ডের ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এবছর শিক্ষাবোর্ডটি থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৫৮ হাজার ২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৬২ হাজার ২২৩ জন ও ছাত্রী ৯৯ হাজার ৫৭৯ জন।

প্রসঙ্গত, এবছর রাজশাহী শিক্ষবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯১ হাজার ৫৫৭ জন। মানবিক বিভাগ থেকে এক লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া ২৬৫টি কেন্দ্রে ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিয়েছে। সূত্র: ঢাকা পোস্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button