জাতীয়

সুদানে আটকে পড়া বাংলাদেশি ফেরানো হচ্ছে

সুদানে আটকে পড়া দেড় হাজার বাংলাদেশির মধ্যে অন্তত ৭০০ জনকে ফেরানো শুরেু হচ্ছে আগামী মঙ্গলবার (২ মে)।

দেশটির রাজধানী খার্তুম থেকে নয়টি বাসে করে পোর্ট সুদান; সেখান থেকে নৌ পথে সৌদি আরব হয়ে বিমানে ঢাকা আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার।

আজ রোববার (৩০ এপ্রিল) এ নিয়ে সমন্বয় সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা জানান। প্রয়োজনে বিশেষ ফ্লাইট বন্দোবস্ত করা হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

শাহরিয়ার আলম জানিয়েছেন, দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার জন্য বিবাদমান দুই গ্রুপের সাথে যোগাযোগের চেষ্টা সফল হয়নি। আর সৌদিতে বাংলাদেশিদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে দেশটির সরকার। পাশাপাশি ইন্দোনেশিয়া সরকারের সহায়তায় ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত সুদানের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। রাজধানী খার্তুমে বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় হামলার পর শহর থেকে কর্মকর্তারা নিরাপদ দূরত্বে থাকছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button