বগুড়া জেলাসোনাতলা উপজেলা

বগুড়ার প্রতিবেশীকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়া সোনাতলায় প্রতিবেশী সুজাউল হক সুজা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার তাকে সোনাতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুল মালেক (৪০) সোনাতলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা। নিহত সুজা তার প্রতিবেশী ছিলেন।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, সুজাউল হক সুজার সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর সীমানা নিয়ে ঝগড়া ছিল আব্দুল মালেকের। ২৪ এপ্রিল কথাকাটাকাটির একপর্যায়ে সুজাকে লাঠি দিয়ে একাধিক আঘাত করে প্রতিবেশী আব্দুল মালেক । সুজাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় পরের দিন আব্দুল মালেককে প্রধান আসামি করে নিহতের স্ত্রী বাদি হয়ে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button