আবহাওয়াপ্রধান খবর

কবে হতে পারে ঘূর্ণিঝড়, জানালো আবহাওয়া অধিদপ্তর

চলতি মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এই মাসে এক তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২ মে) বিশেষজ্ঞ কমিটির সভা শেষে এ দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাস অনেক তপ্ত থাকলেও মে মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে এক থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে প্রচণ্ড কালবৈশাখী এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ৮ থেকে ৯ মে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১২ অথবা ১৩ তারিখে লঘুচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা আছে। সূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button