নারায়ণগঞ্জে বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৪ জন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং কারখানায় লোহার ভাট্টি বিস্ফোরণে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আরও তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ভুলতার সাওঘাট এলাকায় রাহিমা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নামের লোহা গলানোর কারখানায় চুল্লি বিস্ফোরণ ঘটে।
ওই সময় ঘটনাস্থলেই মারা যান একজন। ছয় জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনসটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও তিনজনের।
পুলিশ জানান, দগ্ধদের মধ্যে যারা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা ছিলো আশঙ্কাজনক। তাদের শরীরের ৯০ থেকে ৯৭ ভাগ পুড়ে গেছে।
চিকিৎসাধীনদের শরীরের ২৮ শতাংশ, ৯৭ শতাংশ এবং ৯৯ শতাংশ পুড়ে গেছে।
পুলিশ জানান, লোহা গলানোর কারখানাটির নির্মাণ কাজ এখনো পুরো শেষ হয়নি লোহা গলানোর কাজ শুরু করা হলেছিলো পরীক্ষামূলক ভাবে। বৃহস্পতিবার বিকেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গলিত উত্তপ্ত লোহা ছিটকে পড়ে গুরুতর দগ্ধ হন শ্রমিকরা।
রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সুপারভাইজার এক সংবাদমাধ্যমকে বলেন, ছয় মাস আগে এখানে লোহা উৎপাদনের কাজ শুরু হয়েছে। কারখানাটিতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা আছে। শ্রমিকরাও সেফটি জ্যাকেট পরেছিল। বিস্ফোরিত অতিরিক্ত গরম লোহা ছিটকে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। সূত্র: একাত্তর টিভি