সারাদেশ
টাঙ্গাইলে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- ওই এলাকার শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫), তার ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)। এদিকে, এ ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন।
জানা গেছে, প্রতিবেশীরা জানালা দিয়ে মনিরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মুশফিক ও মাশরাফির মরদেহ বিছানার ওপর পরে থাকতে দেখেন।
পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশ জানান, এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে হয়েছে। নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন। তাকে খুঁজে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। সূত্র: রাইজিং বিডি