বিনোদন

শাহরুখ খানের সিনেমা নয়, আমার সিনেমা দর্শক দেখবেন: ডিপজল

বরাবরই দেশের চলচ্চিত্রের স্বার্থে বিদেশী ভাষা বিশেষ করে হিন্দী ভাষার সিনেমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ডিপজল। 

ডিপজলের ভাষ্যমতে, শাহরুখ খানের সিনেমা নয়, ডিপজলের সিনেমা দর্শক দেখবেন।

ডিপজল বলেন, দেশের দর্শক আমাদের সংস্কৃতির সিনেমা ভালোবাসেন। এর আগেও ইন্ডিয়ান বাংলা সিনেমা এদেশে চালানো হয়ছে। বেশ তোড়জোড় করেই সিনেমাগুলো আমাদের হলগুলোতে মুক্তি দেয়া হয়েছিল। সেসময় ওরা ঢাকায় অফিস নিয়েও বসেছিল। দর্শক সেসব সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবারও হিন্দি সিনেমা দর্শক দেখবে না। দর্শক আমাদের ভালোবাসেন, আমাদের সিনেমা দেখবেন। 

ডিপজলের ভাষ্য অনুযায়ী হিন্দী সিনেমা আমাদের ভাষা ও সংস্কৃতির সঙ্গে যায় না। আমাদের সাধারণ দর্শক আমাদের দেশের সিনেমা দেখতে পছন্দ করেন। আমাদের নিজস্ব সংস্কৃতি ও চেনা-জানা পরিবেশ এবং ভাষার সিনেমা দেখতে চান। তা না হলে আমাদের চলচ্চিত্র এত সমৃদ্ধি লাভ করতে পারত না।

ডিপজল বলেন, বাংলা ভাষা ও আমাদের সংস্কৃতির প্রতি দর্শকের মায়া বেশি। তারা চান, আমাদের ভাষায়ই সিনেমা হোক। চলচ্চিত্রের মন্দাবস্থার মধ্যেও এবারের ঈদে ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো আশার চেয়েও ভালো ব্যবসা করেছে। এ থেকে প্রমাণিত হয় আমরা দর্শকের মন বুঝে সিনেমা বানাতে পারলে দর্শক সাড়া দেন। আমার ছয়-সাতটি সিনেমা রেডি আছে। এগুলো একের পর এক মুক্তি দেয়া হবে। আমি মনে করি, এতে দর্শক আরও বেশি হলমুখী হবে। সূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button