বগুড়ায় ঝন্টু হত্যা: প্রধান আসামীসহ গ্রেপ্তার ৪

বগুড়ায় ঝন্টু হত্যাকাণ্ডের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদরের ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেনের ছেলে মোমিনুর হোসেন ও কবির হোসেন, নুর আলম আকন্দের ছেলে রবিউল আকন্দ এবং বেজোড়া হিন্দুপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে রানা মিয়া। আসামিরা পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
শনিবার রাতে ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে র্যাব-১২ বগুড়া কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, গেলো বছরের ১৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেন প্রামানিকের ছেলে ওয়াজেদ হোসেন ঝন্টু(২৫) কে টাকা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে কৌশলে নাস্তা করার কথা বলে স্থানীয় মানিকের হোটেলে নিয়ে যায়। নাস্তা করার একপর্যায়ে পরিকল্পিতভাবে আসামিরা ঝন্টুকে ধারালো ছুরি দিয়ে বুকে গুরুতর আঘাত করে।
পরবর্তীতে ঝন্টুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ৪ সেপ্টেম্বর নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ আর