বগুড়া জেলা

বগুড়ায় ৪০ হাজার টন চাল ও ৩ টন বোরো ধান সংগ্রহ

বগুড়ায় এ বছর ১৪ হাজার ১২৮ মেট্রিকটন ধান এবং ৫৭ হাজার ৬৩৯ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে, সারাদেশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উদ্বোধন পর বগুড়া জেলাতেও ১ টায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।

জেলার সদর, শাজাহানপুর, শেরপুর, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় “ডিজিটাল চাল সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেমের” মাধ্যমে চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়িত হবে।
জেলার ১২টি উপজেলায় কৃষক অ্যাপের মাধ্যমে ধাস সংগ্রহ কার্যক্রম বাস্তবায়িত হবে এমনটি জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার’র সাথে ভিডিও কনফারেন্সে বগুড়া থেকে সংযুক্ত ছিলেন অনুষ্ঠানের স্থানীয় সভাপতি বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মতলুবর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক।

উল্লেখ্য, রোববার ৭ মে থেকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত বোরো সংগ্রহ এই কার্যক্রমটি চলমান থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button