বিনোদন

শর্টফিল্মেও অভিনয় করেছেন ‘চিফ হিট অফিসার’ বুশরা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে ঢাকার প্রথম ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।

এর পর থেকেই বুশরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা।

তবে এসব ছাপিয়ে এবার সামনে আসলো নতুন তথ্য। বুশরা এর আগে কাজ করেছেন শোবিজ অঙ্গনেও। নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’ নামের শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তাকে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। ২০২১ সালের এপ্রিল মাসে ইউটিউবে উন্মুক্ত ১৫ মিনিট ৪৮ সেকেন্ডের শর্টফিল্মে দেখা যায় আজকের ‘হিট অফিসার’কে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসে ইউটিউবে উন্মুক্ত ১৫ মিনিট ৪৮ সেকেন্ডের শর্টফিল্মটি। এতে চরিত্রের দৈর্ঘ্য ছোট হলেও অভিনয় তিনি ভালোই করেছেন বলে মত প্রকাশ করছেন নেটিজেনরা। অভিনয় করার পাশাপাশি একজন চলচ্চিত্র প্রযোজকও তিনি। নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র অন্যতম প্রযোজক তিনি। চলচ্চিত্রটির ট্রেলারের ক্রেডিট লাইনেও দেওয়া আছে তার নাম। এই চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে সমাদৃতও হয়েছে। সূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button